রোবটে বীজ বপনের জন্য আছে তিনটি স্বয়ংক্রিয় যন্ত্র। বীজ দেওয়ার পরিমাণ ও সময় ঠিক করে দিলেই কৃষকের কাজ শেষ। এ ছাড়া সার, কীটনাশক বা কোনো স্প্রে দেওয়ার দরকার হলে রোবট নিজেই পরিমাণ মতো স্প্রে করতে সক্ষম। শুধু প্রয়োজনীয় তরল পদার্থ রোবটের ট্যাংকে ভরে দিলেই হবে।
ধান বা ফসল কাটার পরে সেটা এক স্থান অন্য স্থানে নিতেও সক্ষম এই রোবট। একবারে ৪০ কেজি ওজন বহন করতে পারবে। এ ছাড়াও এক জমি থেকে কী পরিমাণ শস্য পাওয়া গেল, সেটার তথ্য সংরক্ষণ করবে এবং স্থানীয় কৃষি অফিসে পাঠাতে পারবে এই রোবট। যেমন, পি এইচ লেভেল কত, তাপমাত্রা কত, সূর্যের আলো কেমন ছিল ইত্যাদি। মাসে একবার সার্ভারে এসব তথ্য পাঠাবে রোবট। সৌরচালিত রোবটটি পরিচালনায় বিদ্যুৎ খরচও কম হবে
					





